|
Date: 2024-02-18 11:20:14 |
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েলকাম ক্রিকেট একাদশ। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৬.০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করে মডার্ণ জুয়েলার্স।১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উইকেট হারাতে থাকে ওয়েলকাম ক্রিকেট একাদশ। সর্বোপরি, ১৬.০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করতে সক্ষম হন তারা। এতে ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মডার্ণ জুয়েলার্স। তাদের হয়ে ম্যাচ সেরার পুরষ্কার অর্জন করেন—৪০ বলে ৬২ রান করা জুয়েল।
পরে, ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে দুঃখ চাষা লীগের অন্যতম আয়োজক রাইসুল হক সাচ্চুর সঞ্চালনায় ম্যাচসেরা জুয়েলের হাতে পুরষ্কার তুলে দেন—৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ জাহিদ হাসান।আয়োজক সুত্রে জানা যায়, আগামীকাল সোমবার (১৯শে ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় একই ভেন্যুতে টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে—মেসার্স বাদল স্টোর বনাম জলঢাকা ক্রিকেটার্স।
© Deshchitro 2024