|
Date: 2024-02-18 11:43:47 |
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ প্যানেল চেয়ারম্যান হিসেবে ‘একুশে স্মৃতি পদক-২০২৪’ পেয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ প্রামাণিক।
ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কঁচি-কাঁচার মেলা মিলনায়তনে শনিবার (১৭ই ফেব্রুয়ারী) একুশে স্মৃতি পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে মোঃ আব্দুর রউফ প্রামাণিককে একুশে স্মৃতি পদক তুলে দেওয়া হয়।একুশে স্মৃতি পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান মিঞা।এসময় আরও উপস্থিত ছিলেন—গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান, সাবেক উপমন্ত্রী ও ১৪ দলীয় কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, একুশে স্মৃতি পরিষদের উপদেষ্টা হযরত শাহ সুফী সাইফ আনোয়ার মোবারকী প্রমুখ।
© Deshchitro 2024