|
Date: 2024-02-18 14:02:23 |
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর-আষাড়িয়াদহ পানিপার গ্রাম থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তিন মাদক কারবারীকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার ভোর রাত সাড়ে ৫টার দিকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ইয়ামিন (৩৫), আরাফাত হোসেন রিয়াদ (২১) ও ফিরোজ (২২)। ইয়ামিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ পানিপার গ্রামের মো: আরশেদ আলীর ছেলে, আরাফাত হোসেন রিয়াদ একই জেলার একই থানার হরিশংকরপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও ফিরোজ একই জেলার একই থানার পিরোজপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।নগর পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) আব্দুল করিম ও এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিনের নেতৃত্বে রোববার দিবাগত রাত সাড়ে ৩ টায় গোদাগাড়ী থানাধীন চর-আষাড়িয়াদহ নওশেরা মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ পানিপার গ্রামস্থ অভিযুক্ত ইয়ামিনের বাড়ির উত্তর-পশ্চিম কোনের ঘরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল, ভোর রাত সাড়ে ৫টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইয়ামিনকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন এবং পলাতক সাফিউল ইসলামের ফেলে যাওয়া মেঝেতে ১শ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করে।পরে তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।
© Deshchitro 2024