|
Date: 2024-02-18 15:48:50 |
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কর্মরত ইউএনও আসাদুজ্জামান এর সফলতার এক বছর পূর্ণ করেছেন। ২০২৪ সালে তিনি দ্বিতীয় বছরে পদার্পন করেছেন।
গত বছর ১৪ই ফেব্রুয়ারী তিনি কলমাকান্দা উপজেলায় উপজেলা নির্বাহি অফিসার হিসাব যোগদান করেন। এক বছরের মধ্যে তিনি সততা,কর্মদক্ষতা, আন্তরিকতা ও পরিশ্রম দিয়ে উপজেলার সকলের প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
জানা যায় মোবাইল কোর্ট পরিচালনা,অসংখ্য বাল্য বিবাহ বন্ধ, নিয়মিত বাজার মনিটরিং, চোরা চালান প্রতিরোধ থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীতে তার সরব উপস্থিতি জনগনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
পাহাড় ঘেঁষা ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় তিনি রাত জেগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরন, বিদ্যালয় পরিদর্শনের সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে ক্লাস নেওয়া, অসহায় গরীব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ বিতরন, মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান, প্রসকৃতিক দূর্যোগে আর্থিক সহযোগীতা প্রদান, ভূমিহীন, গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণ সফলভাবে বাস্তবায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করার মাধ্যমে তিনি এক বছর পূর্ণ করেছেন।
তিনি বলেন স্থানীয় সংসদ সদস্য মহোদয়, জেলা প্রশাসক মহোদয়,উপজেলা পরিদর্ষদ চেয়ারম্যান মহোদয়, স্থানীয় জন প্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং সমাজের বিশিষ্ট জনদের সহযোগিতা নিয়ে এভাবেই সামনে এগিয়ে যেতে চাই।তিনি আরো বলেন সেবা গ্রহিতারা যাতে প্রয়োজনীয় সরকারী সেবা সমুহ সহজ এবং সঠিকভাবে পেতে পারে তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
© Deshchitro 2024