হঠাৎ করেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মেডিসিন বিভাগে শিশুসহ বুধবার পর্যন্ত ৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই  ঢাকায় ও গাজীপুরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে এসে ভর্তি হয়েছেন।  ময়মনসিংহ মেডিকেলে মহিলার চেয়ে পুরুষ রোগীর সংখ্যা বেশি। মমেকের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন কায়সার হাসান খান বলেন, সপ্রতি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে আক্রান্ত অধিকাংশ রোগী ঢাকা থেকে এসে ভর্তি হচ্ছেন। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সচেতনতা খুব জরুরি। ময়মনসিংহে ডেঙ্গু রোগী বাড়ায় উদ্বেগ জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতারা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী ইউসুফ বলেন, করোনার পাশাপাশি ময়মনসিংহে ডেঙ্গুও ইঙ্গিত দিচ্ছে ভয়াবহতার। বিষয়টি উদ্বেগের। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024