ডোমারের পশ্চিম সোনারায়ে দারুল কোরআন মহিলা মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে ২য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ই ফেব্রুয়ারী) বাদ আসর থেকে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় সরকারপাড়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

৯নং সোনারায় ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুল করিম সরকারের সভাপতিত্বে ও মোঃ শফিকুল ইসলাম শফিকের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন—৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামিনুর রহমান, মোঃ খন্দকার মিরাজুল হক পীর সাহেব, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান রঞ্জু প্রমুখ।

মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন—মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামী রিসার্চ সেন্টারের হযরত মাওলানা রহমতুল্লা আজাদী (ঢাকা)। এছাড়া বিশেষ মুফাসসির হিসেবে আলোচনা করেন—নীলফামারী মজলিসুস মোফাসসিরিনের সেক্রেটারি ও ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা আব্দুল খালেক এবং নীলফামারীর হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024