|
Date: 2024-02-19 07:53:02 |
মহান ভাষা আন্দোলনের মাসে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ‘ মাতৃভাষা বইমেলা ২০২৪’ উদ্বোধন করলেন বীরমুক্তিযোদ্ধা বনশ্রী পাল চৌধুরী ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরাবরের মতো এবারো প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ মাতৃভাষা গ্রন্থমেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মু. নুরুল আমিন।
বইমেলার সময়সূচি
১৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত খোলা থাকবে। প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক কর্মচারীদের প্রযোজ্য ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মিজানুর রহমান ভুইয়া ভাইস-চেয়ারম্যান প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্ট,সাইফুল ইসলাম সহ: অধ্যাপক ও প্রধান শিক্ষক প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল, কলেজ ইনচার্জ ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান, মানবিক বিভাগের চেয়ারম্যান নাসরিন সুলতানা শ্যামলী , আমিনুল ইসলাম ফারুক সাবেক সিনিয়র শিক্ষক, আখতার হোসাইন খান প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান প্রমুখ।
© Deshchitro 2024