ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে। 

সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় পৌরসভার পুরান বাজার মাছের বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমাপ্তি রায়।

এসময় ৩ মৎস্য ব্যবসায়ী জয়দেব দাস, গৌতম মালো ও সিরাজ হাং কে বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ লংঘন করায় ৩ হাজার টাকা করে নগদ ৯ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত মাছ নান্দিকাঠি মাদরাসা মারকায়ুল এতিম খানায় বিতরণ করা হয়েছে। 

অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি, নলছিটি থানার এসআই হাবিবুর রহমান প্রমূখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024