|
Date: 2024-02-19 08:55:41 |
কক্সবাজার জেলার মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
রবিবার (১৮ ফ্রেবুয়ারি) দুপুর ৩ টায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী গ্রামের মৃত ছৈয়দুল রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সর্বস্বান্ত অসহায় পরিবারটির আর্তনাদে পুরো এলাকা শোকে স্তব্ধ।
কুতুবদিয়ায় জবরদখল, উদ্ধারে আইনি সহায়তা চান প্রকৃত মালিকগণ
ক্ষতিগ্রস্ত পরিবারের আমানুল করিম বলেন, আমরা তিন ভাইয়ের সংসারে স্ত্রী, দুই সন্তান, মাকে নিয়ে থাকি। ঘরে ফ্রিজ, টেলিভিশন, স্বর্ণালংকার, জমির দলিলপত্র, আইডিকার্ড, পোষাক'সহ পরিবারের মূল্যবান জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের নগদ টাকাসহ অন্তত ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই রইলো না। ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি।
মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি, পাইব লাইন দিয়ে সদস্যরা মিলে ঘণ্টা খানেক সময় ধরে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে পরিবারগুলোর প্রায় নগদ অর্থসহ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারকে গ্রামবাসী কাপড়, চাল ও থালা বাসন সংগ্রহ করে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
© Deshchitro 2024