ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মোঃ আমিনুল হক শামীম (সিআইপি) এর কণ্যা ডাঃ মাহজাবীন হক মাশা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর বোর্ড অব ডাইরেক্টর, মাশা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী এবং শামীম এন্টার প্রাইজের কর্পোরেট ডাইরেক্টর দায়িত্ব পালন করে আসছেন। গত জুন মাসে মাহজাবীন হক মাশার চোখের সমস্যা হওয়ায় দীন মো. চক্ষু হাসপাতাল অ্যান্ড রিসার্স সেন্টারে চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার দীপক নাগের চিকিৎসা নেন। এ সময় ডাক্তার দীপক নাগ মাশার চোখে লেজার প্রতিস্থাপন করেন। কিন্তু লেজার লাগানোর পর চোখে অন্ধকার দেখা শুরু করে মাশা। এই অবস্থায় মাশাকে জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, লেজার স্থাপনের কারণে মাশার চোখের ৩৩ ভাগ রেটিনা চিরতরে নষ্ট হয়ে গেছে।  এ ঘটনায় বিগত ১০ আগষ্ট ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মাশার ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামিউল হক সাফা ডাঃ দীপক নাগের বিরুদ্ধে মামলা দায়ের  করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছে। 

আজ ১৯ অক্টোবর বেলা ১১ টায় ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এর সামনে ডাঃ মাহজাবীন হক মাশার দৃষ্টিশক্তি বিনষ্টকারী  ডা.দীপক নাগের শাস্তির দাবীতে আজ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেছে চেম্বার অব কমার্স, ময়মনসিংহ জেলা ও মহানগরের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠন ও সর্বস্তরের সচেতন জনসাধারণ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024