নীলফামারী ডোমারে ‘নিউ মডার্ণ জুয়েলার্স দুঃখ চাষা লীগ-২০২৪ (সিজন-০৭) ; পাওয়ার্ড বাই আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর চতুর্থ ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে মেসার্স বাদল স্টোর।

সোমবার (১৯শে ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘দুঃখ চাষা’-এর উদ্যোগে ডিসিএল সিজন-০৭ এর চতুর্থ ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—জলঢাকা ক্রিকেটার্স বনাম মেসার্স বাদল স্টোর।

ম্যাচের ১ম ইনিংসে ব্যাট করতে নেমে ১৬.০ ওভারের খেলা শেষে ৮ উইকেটের বিনিময়ে ১২৮ রান সংগ্রহ করে জলঢাকা ক্রিকেটার্স। দ্বিতীয় ইনিংসে ১২৯ রানের জবাবে ব্যাট করতে মাঠে নামে মেসার্স বাদল স্টোর। ইনিংসের ১১তম ওভারে ২টি ছক্কার মাধ্যমে ১১.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২৯ রান করে ৪ উইকেটের জয় তুলে নেয় বাদল স্টোর।

আয়োজক কমিটি সুত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় একই ভেন্যুতে টুর্নামেন্টের ৫ম ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে—সোনাহার ক্রিকেট একাদশ বনাম ভবানীপুর ক্রিকেট ইউনিয়ন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024