রুপকথার ইতি টেনে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠে গেলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে তারা। 


গত ১৯ ফেব্রুয়ারী (সোমবার) বিশ্ববিদ্যালয়ের হল সংলগ্ন মাঠে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের বিপক্ষে মাঠে নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। নির্ধারিত সময়ে গোল শূন্য নিয়ে মাঠ ছাড়ে দুইদল। টাইব্রেকারে খেলা গড়ালে ৭-৬ এর ব্যবধানে জয় পায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। 


ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ-প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে দুই দল। দর্শকরা উপভোগ করেন এক দুর্দান্ত ফুটবল ম্যাচ।


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ম্যাচে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমের সাথে টাইব্রেকারে জয় পায়। কোয়ার্টার ফাইনালে পলিটিকাল সায়েন্সের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে এক বিশাল জয় নিয়ে সেমিফাইনালে উঠে তারা। 


২২ টি বিভাগের মধ্যকার চলমান আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২০ ফেব্রুয়ারী মুখোমুখি লড়াই করবেন শক্তিশালী মার্কেটিং বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024