পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে গ্যাসফিল্ট বাজারের নৌকা,ট্রলার ভিড়ানোর স্থানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের সাথে বিরোধী অবস্থান তৈরি হয়েছে স্থানীয় কৃষকদের সাথে।


এ বিষয়ে ১৯ ফেব্রুয়ারী পটুয়াখালী জেলা প্রশাসক এর কাছে অভিযোগ করেন চর কাজল ইউনিয়নে ০১ নম্বর ওয়ার্ডের  স্থানীয় বাসিন্দা মোঃ ইছাহাক হাওলাদার এর ছেলে মোঃগোফরান হাওলাদার।


সরজমিনে জানা যায় রবিশস্য ও ধানের মৌসুমে নদীর তীরঘেষা পারিবারিক ও দলগত ক্ষুদ্র ক্ষুদ্র মাটির ঘাট গুলো চাহিদা বেড়ে যায় কতিপয় অসাধু ব্যবসায়ীদের কাছে।রাজস্ব আদায়ের নামে চলে রমরমা উৎকোচ কারবারি। সুবিধা মত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কতৃপক্ষের বরাত দিয়ে ব্যবসায়ীরা কাজ চালিয়ে যাচ্ছে বলে ভুক্তভুগীরা জানান। 

 

ঘাট স্থাপণ ও টেন্ডার প্রক্রিয়া বিষয়ে পানী উন্নয়ন কতৃপক্ষ জানান যায় উভয় পক্ষ টেন্ডার চেয়েছে তবে এখন পর্যন্ত কোন কার্যক্রম নেয়া হয়নি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024