কিশোরগঞ্জ জেলার কুকিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামে আয়েশা রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৯ ফেব্রুয়ারী) "শিক্ষার মুক্তি-সুস্বাস্থ্যে শান্তি " শ্লোগান নিয়ে ১৯ তম বৃত্তি ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আয়শা-রাজ্জাক ফাউন্ডেশনের শিক্ষা সম্পাদক  মুহাম্মদ কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কুলিয়ারচর উপজেলার উপজেলা নির্বাহি অফিসার ফারজানা আলম।


বিশেষ অতিথি ছিলেন ছয়সূতি  ইউনিয়নের চেয়ারম্যান ভিপি ইকবাল হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলিম রানা,উপজেলা  সহকারী শিক্ষা অফিসার  মোঃ মোস্তফা কামাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা  সভাপতি মোঝ ফজলে এলাহি, আয়েশা-রাজ্জাক ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ ও সালুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাব এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল কাইউম প্রনুখ। 


এছাড়াও ছয়সূতী ইউনিয়নের গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছয়সূতী ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024