আজ ময়মনসিংহের জেলার ফুলবাড়ীয়া উপজেলার শুশুতি নামক বাজারে সিএনজি ও অটো রিকশার গাড়ি এর অবৈধ ষ্টেশনের নামে কিছু চাদাবাজ চাঁদা  দাবী করে। এসময় সিএনজি  অটো রিকশা ড্রাইভার ও স্থানীয়দের মধ্যে  উওেজনা সৃষ্টি  হয়। এই ঘটনায় এলাকা বাসী তীব্র  নিন্দা ও প্রতিবাদ  জানায়। তাদের দাবি এখানে যারা চাঁদাদাবী করছে তারা ড্রাইভার বা শ্রমিক সমিতির  কেউ না। সরকার  বিরোধী  লোকজন  বলে এলাকাবাসী দাবী করেন। ভোক্তভোগীদের দাবী সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাঁদাবাজীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024