|
Date: 2024-02-20 04:49:04 |
আমি তোমায় এমন তীব্র ভাবে চেয়েছিলাম,
যেমন তীব্র মরণ যন্ত্রনায় মৃত্যুপথযাত্রী একফোঁটা জল চায় ,
কিংবা জলবিহীন শস্য যেমন থাকে জলের
প্রতীক্ষায়।
চেয়েছিলাম তোমায় এমন করুণাভরে,
যেমন প্রান ভিক্ষা চায় তরবারির নিচে শায়িত ভাষাহীন পশুরা।
গৃহহীন অনাথ পথশিশুরা যেমন থাকে একটু সূর্যালোক উদয়ের আশায়,
আমিও চেয়েছিলাম ঠিক তেমন তোমায়।
বজ্রপাতে ডাঙায় উঠে আসা মাছেরা যেমন ফের চায় জল,
ঠিক তেমনি তোমায় চেয়েছিলাম আমি।
মনে আমার ছিলে তুমি , ছিলে না তুমি ভাগ্যে,
‘তুমি’ হারানোর বেদনা আমার দিন দিনই বাড়বে।
© Deshchitro 2024