|
Date: 2024-02-20 09:23:08 |
পৃথিবী যতদিন টিকে থাকবে বেঁচে রইবে দিনটি
এই দিনেই তো বাঘেরা দিয়েছিল প্রাণ
যাদের রক্তের প্রত্যেক ফোঁটায় ছিল সংগ্রাম
যাদের নিঃশ্বাস-প্রশ্বাসে ছিল প্রতিবাদী চেতনা
এই দিনকে তারাই করেছে মহিয়ান।
অসুররা করতে চেয়েছিল নিজ হাতে বাঘের বধ
কিন্তু তারা বোঝে নি বাঘ নিধনের ক্ষমতা দেন নি তাদের ঈশ্বর
সত্য ন্যায়ের জয়ই হয় আজীবন, ব্যতিক্রম হয় নি কখনই
হায়েনারা চেয়েছিলো কাড়তে মুখের ভাষা
কিন্তু বাঘেরা তাদের পরাস্ত করে ফিরিয়ে আনে বাংলা ভাষা
বাঘেরা তাদের সাহসের সাথে লড়াই করেছে
প্রমাণ করে দিয়েছে তারা বাঘ
তারা তাদের অধিকার জয় করেছে
আমাদের মুখের মিষ্টি ভাষা যার প্রমাণ
এর জন্য তাদের প্রাণ দিতে করে নি তারা দ্বিধা
কারণ তারা যে কোন মূল্যে চেয়েছিল বাংলা ভাষা
এতো হারানোর মধ্যে আমরা ফিরে পেয়েছি মাতৃভাষা
বাঘরা এটা শুধু তোমাদের জন্য, আমরা ভুলবো না সেটা
তোমাদের স্মরণার্থে মহান হয়েছে একুশে ফেব্রুয়ারি
একুশ ভাষার প্রাণ
একুশ করেছে দান
একুশ মোদের পাথেয়
একুশকে কোরা নাকো হেয়।।
লেখিকা-নন্দিতা শীল, শিক্ষার্থী, শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
© Deshchitro 2024