সাতক্ষীরার কালিগঞ্জে ইছামতি নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ

সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার সীমান্তে কালিন্দী-ঈছামতি নদীর খারহাট সীমান্ত নদীর বাংলাদেশের তীর হতে ক্ষত বিক্ষত অর্ধ গলিত ৫০ বছরের অজ্ঞাত ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বেলা ১১ টার সময় সীমান্ত বর্তী খারহাট সুইচ গেটের বিপরীতে নদীর তীরে ফাঁস জালে জোড়ানো চেকের লুঙ্গি পরা অবস্থায় উপুড় করা ক্ষত বিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পার্শ্ববর্তী শুইলপুর বিজিবি ক্যাম্পে খবর দেয়।

বিজিবি ক্যাম্পের সদস্যরা বিষয়টি কালিগঞ্জ থানায় জানালে থানা হতে উপ-পরিদর্শক ফাহাদ হোসেন বেলা আনুমানিক ১টার সময় ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। তবে ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বাংলাদেশ-ভারত কোন দেশের নাগরিক সেটা শনাক্ত করা যায়নি।

অবস্থা দৃষ্টান্তে ধারণা করা যাচ্ছে চোরা কারবারি বা গরুর রাখাল অথবা জেলে চোরাই মালামাল নিয়ে পারাপারের সময় ভারতের সীমান্ত রক্ষি বিএসএফের টহল দলের স্পিড বোর্ডের পাখার বেলেডে ক্ষতবিক্ষত করে ফেলে যায়। পরবর্তীতে সে মারা যায় এবং জোয়ার ভাটায় আসা-যাওয়া করতে থাকে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে যানা যায়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024