রাজবাড়ীর গোয়ালন্দে ৫০ কেজি জাটকা উদ্ধার, আড়ৎদারকে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।

উদ্ধারকৃত ইলিশগুলো দুইটি মাদ্রাসা,এতিমখানা ও একটি সেফ হোমে বিতরন করা হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) ভোর ৬ টায় উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় জাটকা ইলিশ কেনা-বেচার সাথে জড়িত  দুলাল চালাক নামের এক মাছের আড়ৎদারকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য অফিসের সহকারী কৃষ্ঞ লাল দাস এবং দৌলতদিয়া নৌ- পুলিশের একটি দল অংশ নেন।

ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জাটকা ইলিশ শিকার শাস্তিযোগ্য অপরাধ। জাটকা ইলিশ সংরক্ষন করা গেলে নদীতে সারা বছর ইলিশ পাওয়া যাবে এবং দেশের মানুষ স্বল্পমূল্যে ইলিশ মাছ খেতে পারবেন। তাই এ বিষয়ে আমাদের সকলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023