সাতক্ষীরা জেলার কালিগঞ্জে ইরামন ফাউন্ডেশনের উদ্যোগে সুপেয় পানি ভূগর্ভস্থ পানিকে পরিশোধিত করে আরও প্লান্টের মাধ্যমে জীবাণুমুক্ত (রিভার্স অসমোসিস) সুপেয় পানির প্লান্ট শুভ উদ্বোধন করা হয়েছে। ইরামন ফাউন্ডেশন ও অরূপ মিত্র জয়ের সার্বিক সহযোগিতায় ২০-ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুরে গ্রামে ২ হাজার লিটার পানির প্লান্টের উদ্বোধন করা হয়েছে। নিরাপদ সুপেয় পানির তীব্র সঙ্কট মেটাতে দুই শতাধিক পরিবারের জন্য বিনামূল্য,সুপেয় পানির প্লান উদ্বোধন উদ্যোগ নেন ইরামন ফাউন্ডেশন।


এ সময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭ নম্বর তারালী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, অসীম মিত্র জয়, ইউপি সদস্য গ্রাম্য ডাক্তার আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, ফিরোজ আহমেদ সহ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024