|
Date: 2024-02-20 14:51:22 |
২০ ফেব্রুয়ারী (মঙ্গলবার)টেকনাফ রেঞ্জ এর টেকনাফ সদর বন বিটের আওতাভূক্ত লেঙ্গুরবিল ভিসিএফ এ স্থাপিত কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের সহায়তায় স্থািপত বাঁশের প্লান্ট এ রাসায়নিক সংরক্ষণী প্রয়োগে বাঁশের ব্যবহারিক আয়ুষ্কাল বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়।উক্ত প্রশিক্ষণে সঞ্চালনায় ছিলেন মোঃ শওকত ওসমান, সাইট সমন্বয়কারী, প্রশিক্ষক হিসেবে সার্বিক বিষয়ে সেশান পরিচালনা করেন মোঃ আনিসুর রহমান, বিভাগীয় কর্মকর্তা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। প্রশিক্ষণে শুরুতে স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন জনাব নারায়ন দাস, উপ প্রকল্প পরিচালক, কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্প, অসীম বড়ুয়া, ব্যবস্থাপক- প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন রাসায়নিক সংরক্ষণী প্রয়োগে বাঁশের ব্যবহারিক আয়ূস্কাল বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সম্পর্কে বিশেষভাব গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন টেকনাফ সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সহ সভাপতি এ কে এম নুরুল করিম রাসেল ও টেকনাফ রেঞ্জ কর্মকর্তা ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, টেকনাফ সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটি।
© Deshchitro 2024