|
Date: 2024-02-20 14:53:22 |
কক্সবাজারের উখিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছড়া আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছড়া, আবৃত্তি ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এর আগে প্রাথমিক পর্যায়ে ছড়া আবৃত্তি ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোক্তার আহমদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আলম, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ নূরী সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বাবু মেধু কুমার বড়ুয়া।
© Deshchitro 2024