অদ্য ১৯/১০/২২ তারিখ জেলা প্রশাসক সুনামগঞ্জের নির্দেশনা অনুযায়ী টাংগুয়ার হাওরের জীব বৈচিত্র্য রক্ষায় এসিল্যান্ড তাহিরপুর আসাদুজ্জামান রনি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম '' মৎস রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০'' অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ সময় ১২০০ হাত (যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা) নিষিদ্ধ জালসহ চারটি নৌকা আটক করা হয়। এছাড়া তাহিরপুরের একটি দোকান হতে প্রায় এক লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল একত্রিত করে পুড়িয়ে ফেলা হয় এবং ৪ জনকে আসামী করে অর্থদন্ড প্রদান করা হয়।