|
Date: 2024-02-21 07:28:14 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বেসরকারী সংগঠন প্রমোশনাল রিসার্স এ্যাডভোকেসি ট্রেনিং এ্যাকশন ইয়ার্ড (প্রত্যয়) এর আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২১শে ফেব্রুয়ারী ২০২৪ বুধবার সকাল ১১টায় সারিকালিনগর রফিক মিয়ার বাড়ী উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রে আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া এবং কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ওই শিখন কেন্দ্রের শিক্ষক ফাহিমা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রত্যয়’র উপজেলা সমন্বয়কারী শাহ আলম, উপজেলা প্রোগ্রাম সুপারভাইজার গোলাম রব্বানী, নাদিরুজ্জামান রিপন, সাংবাদিক গোলাম রব্বানী টিটু, সাংবাদিক মুহাম্মদ আবু হেলাল, সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক ও সাংবাদিক জিয়াউল হক, কৃষি উদ্যোক্তা মতিউর রহমানসহ ওই শিখন কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকগণ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
© Deshchitro 2024