ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরী, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২১ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, নলছিটি থানা, বাংলাদেশ আওয়ামী লীগ, উপজেলা আওয়ামীলীগ, পৌর আ'লীগ ও এর অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, নলছিটি পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ, সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র, নলছিটি প্রেস ক্লাব, বিডিক্লিনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

সকালে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী, বেসরকারী সকল প্রতিষ্ঠান ও ভবনসমূহে জতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর সকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাত ফেরিতে অংশ নেন। পুরাম বাজার প্রাথমিক বিদ্যালয়ে হাতের লেখা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়, উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সমাপ্তি রায়, নলছিটি থানা অফিসার ইন চার্জ মো. মুরাদ আলী, পৌর সভার মেয়র আ: ওয়াহেদ খান, জেলা পরিষদ সদস্য খন্দকার মজিবুর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024