|
Date: 2024-02-21 08:13:41 |
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে অমর একুশের প্রথম প্রহরে বায়ান্ন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
বুধবার (২১শে ফেব্রুয়ারী) রাত ১২টা ০১ মিনিটে ডোমার কেন্দ্রীয় শহিদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরীর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (প্রস্তাবিত) মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ মজিনুর রহমান মজনু, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আকতার বানু প্রমুখ।
অপরদিকে, একই সময়ে ডোমার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাফিজুল হক রবি ও সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক মনুর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর মোঃ সামসুল আলম, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শিপন সওদাগর, পৌর কৃষক লীগের আহ্বায়ক মোঃ আবু সাঈদ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির রাকিব, ছাত্রলীগ নেতা আজমির রহমান রিশাদ প্রমুখ।
© Deshchitro 2024