|
Date: 2024-02-21 08:22:51 |
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস-২০২৪ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বায়ান্নর ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
বুধবার (২১শে ফেব্রুয়ারী) রাত ১২টা ০১ মিনিটে অমর একুশের প্রথম প্রহরে ডোমার কেন্দ্রীয় শহিদ মিনারের শহিদ বেদীতে বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সাংবাদিক নুরকাদের সরকার ইমরানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন সাংবাদিক সংগঠনটির নেতা-কর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও তিস্তা টিভি প্রতিনিধি মোঃ শিহাব হাসান শাসন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি মোঃ সাখাওয়াৎ আমিন সৈকত, প্রচার সম্পাদক ও তিস্তা টিভি প্রতিনিধি বাসুদেব রায়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং দৈনিক দেশচিত্র প্রতিনিধি আজমির রহমান রিশাদ, সদস্য ও দৈনিক বাংলার দূত প্রতিনিধি মোঃ সোহেল রানা প্রমুখ।
পুষ্পমাল্য শেষে বায়ান্নর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সংগ্রাম চলাকালীন বর্বরদের গুলিতে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন তারা।
© Deshchitro 2024