শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার এবি মডেল স্কুলে প্রভাতফেরি, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২১শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা শহরের চিকনমাটি স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র এলাকা থেকে এবি মডেল স্কুলের একটি প্রভাতফেরি বের হয়ে ডোমার কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করে।পরে, এবি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান মন্ত্রী, সহকারী শিক্ষক মোঃ রওশন আল কাদির রিপন, ফারুক ইসলাম প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024