|
Date: 2024-02-21 12:31:33 |
২১ শে ফেব্রুয়ারি
আকতারুল মাহমুদ (সুখু)
আজ ঘুমিয়ে আছো যারা একুশের দিনে ,
জেগে ওঠো তারা শত শহিদের রক্তের ঘ্রানে।
শতো মুক্তি মোদের জন্য জীবন দিয়েছে বিসর্জন
তাইতো বাংলার বুকে আজো আছি অম্লান ।
বাংলার মাটি আমার সোনার চাবিকাঠি,
সন্ধা নামে বুঝি তার আকুল ভাষার ঘ্রানে ।
বাংলার জন্য জিবন দিয়েছে যারা
সপিতে সায়িতে আছেন তারা ।
হানাদার বাধার পরেও রক্ষা করেছেন
স্বরনের সমাহার তারা ।
বলছি আমি শহিদ মিনারের কথা
শুনেযাও সবাই ভাষা আন্দোলনের কথা ।
শতমুক্তি মোদের জন্য জিবন করেছে বাজি
তাইতো মোরা স্বাধীন ভাষায় কথা বলি ।
বলছি আমি সহিদ মিনারের কথা
শুনেযাও সবাই ভাষা আন্দলনের কথা ।
ভাষার জন্য জিবন করলো যারা বাজি
তাদের পক্ষে বলেযাই সবাই রাজি ।
বলছি আমি শহিদ মিনারের কথা
শুনযাও সবাই ভাষা আন্দোলনের কথা ।
রক্তের বিনিময়ে লিখলো যারা বাংলা হরফে নামতা
দের ওপর থাকে যেনো সবার শিরোনাম ।
© Deshchitro 2024