কুমিল্লার দেবিদ্বারে খলিলপুর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরষ্কার বিতরনী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।২১শে ফেব্রুয়ারী বুধবার, সকাল ১০টা থেকে শুরু করে সারাদিন ব্যাপী অত্র স্কুল মাঠে অনুষ্ঠানটি সম্পন্ন হয়, অত্র স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তাজুল ইসলাম সরকার'র সভাপতিত্বে সহকারী শিক্ষক কাজী জামশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফতেহাবাদ ইউনিয়ন এর চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ,  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ছিলেন হাজী শফিকুল ইসলাম শিশু, খালিলপুর বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ এটিএম  মাসুদুল হক মাসুম, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,  অত্র স্কুলের সহ সভাপতি এটিএম কাউয়ুম,  এছাড়াও আরো উপস্থিত ছিলেন,  হাজী আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন,  বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মহাযোগ। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাত্র, শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ,  ও নগদ অর্থ প্রদান করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024