|
Date: 2022-10-19 13:54:18 |
হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগজ্ঞের বাহুবল উপজেলায় এক ৩য় শ্রেণির কর্মচারীর দৌরাত্ম্য নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে। ওই কর্মচারী শেখ রাসেল দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে ইউএনওর পাশে সোফায় বসার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা সমালোচনা চলছে। গতকাল ১৮ অক্টোবর দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে চলছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবসের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে মঞ্চের সামনে একটি সোফায় বসে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। একই সোফায় তাঁর পাশে বসেছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৩য় শ্রেণির কর্মচারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী। অনুষ্ঠান স্থলে উপস্হিত সচেতন মহল এ দৃশ্য দেখে বিস্মিত হন। অনেকে সমালোচনা করেন ৩য় শ্রেণির কর্মচারী উপজেলা নির্বাহী অফিসার এর অধীনস্হ কর্মচারী বসার সাহস ক্ষমতার অপব্যবহার না অন্য কিছু? এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে। এ দৃশ্যটি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সবার নজর পড়ে।
© Deshchitro 2024