|
Date: 2024-02-21 13:02:13 |
যথাযোগ্য মর্যাদায় নড়াইলের লোহাগড়ায় মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাযা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে লোহাগড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম (মোল্যার মাঠ) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লোহাগড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
এরপর পর্যায়ক্রমে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।
পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024