আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে স্পন্দন আবৃত্তি ও নীলশতদল খেলাঘর আসর।

বুধবার (২১শে ফেব্রুয়ারী) সকালে ডোমার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অমর একুশের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনগুলোর নেতৃবৃন্দরা। এরপর আলোচনা সভা ও সংগঠনটির কুশীলবদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর নিয়মিত নৃত্যশিল্পী মোঃ ফেরদৌস প্রমুখ।

পরে চিত্রাঙ্কন, রচনা সহ অন্যান্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024