বই মনের পরিধি বাড়ায়।  একটা সময় মানুষ বইয়ে আসক্ত ছিলো। বিভিন্ন ছোটগল্প,উপন্যা,কবিতা  সাহিত্যর প্রতি মানুষের একটা নেশা ছিলো। এখনো কম নয় এখনো অনেক মানুষ আছেন যারা বইয়ের পাতায় আসক্ত কিন্তুু সেসময়ের মতো নয়। 

আসলে আমরা বর্তমানে ডিভাইসে আসক্ত হয়ে গেছি বই পড়ার মর্মটা বুঝিনা। সাহিত্য মানব জীবনের অমূল্য এক সম্পদ। এখনো অনেক মানুষ আছে যাদের কাছে মোবাইলের স্ক্রীণ থেকে বইয়ের পাতা ভীষন প্রিয়। 

আসলে সবারই বই পড়া প্রয়েজন বইয়ের প্রতি একটা আসক্তি থাকা প্রয়োজন। বই মানুষের একাকীত্ব দুর করে। আপনি যখন একটা উপন্যাস পড়বেন তখন সেই উপন্যাসের চরিত্রটা আপনার ভিতরে প্রবেশ করবে তখন আর আপনাকে একা মনে হবে না।  মনে হবে বইয়ের চরিত্রগুলো বুঝি এইতো আপনার সাথে আছে। কত সুন্দর তাইনা। 

অনেকে মোবাইলের পিডিএফ  বুক পড়তে পছন্দ করে কিন্তুু এতে আসলে প্রকৃত বই পড়ার অনুভূতি টা পাওয়া যায়না। 

প্রকৃত বই পড়ার অনুভূতিটা একটা বইয়ের পৃষ্ঠাতে পাওয়া যায়। মোবাইলের স্ক্রীণ শরীর মন দুটোরই ক্ষতি করে। অপরদিকে উপন্যাসের চরিত্রগুলো আমাদের মন শরীর দুটোই ভালো রাখে।

সাহিত্যর মাঝে দুঃখগুলো উড়ানো যায় তাইতো সাহিত্যর প্রতি ভালোবাসা এখনো আমাদের সীমাহীন।

কিন্তুু এ ভালোবাসাটাকে আরো বারাতে হবে। আরো সবার মাঝে ছরাতে হবে।


লেখকঃ কাজী এহসানুল হক জিহাদ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024