পলাশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিনার হোসেন খান  
         ১৯  ফেব্রুয়ারী ২০২৪ রোজ সোমবার রাত ৩ টার দিকে  পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ সভাপতি  ও  বাংলাদেশ সংবাদ পএ এজেন্ট এসোসিয়েশনের নরসিংদী  জেলা  সভাপতি ও কেন্দ্রীয় নেতা  সাংবাদিক আজিজুল হক এবং  বাংলাদেশ প্রতিদিন এর ম্যানেজার  সার্কুলেশন বিল্লাল হোসেন মন্টু সহ  ৭/৮ জন মিলে   চট্টগ্রাম  জেলার এজেন্ট এসোসিয়েশন ও কেন্দ্রীয়  নেতা ইব্রাহিম এর মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার  পথে  কাঁচপুরে নরসিংদী রোডের মাথায় রাস্তার দক্ষিন পাশে  মাইক্রোবাস থেকে  নামার পর পরই  এক অস্ত্র ধারী অস্ত্র তাক করে এসে বলে যা আছে দিয়ে দে। তখন কিছু বুঝে উঠার আগেই সাহসী সিদ্ধান্ত নিয়ে  সাদা ধবধবে অস্ত্রটি দুই হাতে ধরে ফেলেন এবং  শুরু হয় দস্তা দস্তি ৭/৮ মিনিট দস্তাদস্তির এক পর্যায়ে ছিনতাইকারী অস্ত্র ছেড়ে পালিয়ে যায়।। 
ঘটনা দেখে  টহল পুলিশের গাড়ি আসলে আজিজুল হক কে হাতে রক্তাক্ত অবস্থায় জিজ্ঞেস করে এবং  চতুর্দিকে পুলিশ টহল দিয়ে ছিনতাইকারী কে আটক করতে সক্ষম হয়। পরে আজিজুল হক কে পুলিশ ধন্যবাদ দেয়। এদিকে আজিজুল হক রক্তাক্ত  অবস্হায় দ্রুত পলাশে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন । বর্তমানে  তার শারীরিক  অবস্থা মোটামুটি ভালো। তিনি সকলের কাছে তার শারীরিক অবস্হার উন্নতির জন্য দোয়া কামনা করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024