|
Date: 2024-02-22 02:52:23 |
আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলায় যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দৈনিক যুগান্তরের ২৫ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কয়রা উপজেলা প্রেসক্লাবের হল রুমে বুধবার সকাল ১০টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম ঢালীর সভাপতিত্বে যুগান্তরের ২৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক যুগান্তরের কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াসাত আলী । অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ, বহুল প্রচারিত, সত্য ও ন্যায়ের পক্ষে যুগান্তর আপোষহীন ও বদ্ধপরিকর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত বি এম তারিক উজ জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কয়রা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, খুলনা জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা ও মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারমান আব্দুল্যাহ আল- মামুন লাভলু, কয়রা কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীস আদিত্য,ইউ পি সদস্য লুতফর রহমান সহ কয়রা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024