জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী মোড়ে  সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রেশমা খাতুন (৪০) নামে এক নারী এবং জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকায় মেসি ট্রাক্টরের ধাক্কায় তামিম হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

নিহত রেশমা খাতুন জয়পুরহাট পৌর এলাকার নতুন হাট দেওয়ান পাড়া মহল্লার আমজাদ হোসেনের মেয়ে ও ক্ষেতলাল সহকারি ভুমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন এবং নিহত শিশু তামিম হোসেন জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের জনি হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিহত রেশমা খাতুন নতুনহাট থেকে সহকর্মী কোরবান হোসেনের সাথে মোটর সাইকেলযোগে ক্ষেতলালে তার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিলে সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট- বগুড়া সড়কের ক্ষেতলাল উপজেলার বটতলী নামক পৌছলে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রেশমা খাতুন ছিটকে সড়কে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও রেশমা খাতুনকে বাঁচানো যায়নি।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। 

অপরদিকে বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সদর উপজেলার চকশ্যাম এলাকায় রাস্তা পার হওয়ার সময় তামিম হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়। 

জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, শিশু তামিম তার বাড়ির সামনে থেকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক্টর পেছন থেকে  ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024