রাজবাড়ীতে শরিফ খান  নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


রাজবাড়ীর কালুখালী উপজেলার শরিফ খান (৩৫) নামে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১:৩০ টার দিকে জেলার কালুখালি উপজেলার রুপসা সুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত শরিফ খান কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা  জানায়, সুইচ গেট এলাকায় মুদি ও বিকাশের দোকান ছিল শরিফের।

গতকাল (বুধবার) রাতে বাড়ির পাশের এক মাহফিলে যান তিনি। সেখান থেকে বাড়ী ফেরার পথে বাজার এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।


এ ব্যাপারে রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ  জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। এবং এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024