|
Date: 2024-02-22 10:18:11 |
জপুরহাটের ক্ষেতলাল উপজেলায় বটতলী বাজারে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলে আসার পথে অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রেশমা পারভীন (৩৭) নামে ভূমি অফিসের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টা নাগাদ জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বটতলী বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা পারভীন (৩৭) ক্ষেতলাল ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জয়পুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের দেওয়ানপাড়া মহল্লার বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মেয়ে৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রেশমা নিজ বাড়ি থেকে সহকর্মীর মোটরসাইকেল যোগে কর্মস্থলে আসার পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Deshchitro 2024