|
Date: 2024-02-22 10:28:26 |
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র’সহ এক রোহিঙ্গা আটক করে ১৪ এপিবিএন পুলিশ ।
বুধবার (২১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টায় গোপন সংবারে ভিত্তিতে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল এর নির্দেশনায়, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল এর তত্ত্বাবধানে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অংশু কুমার দেব’র নেতেৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ পুলিশের টিম অভিযান পরিচালনাকালে ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/৩৮ এলাকা হতে রোহিঙ্গা নূরল আলমকে আটক করতে সক্ষম হয়।
অভিযানের একপর্যায়ে কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের সি/৩৮ ব্লকের এফসিএন-১৮৩৪৮৫ বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে নূরল আলম কে তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড রাইফেলের গুলি ও ১ টি দা’সহ গ্রেফতার করা হয়।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল, বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024