আমি আপনাকে ভালোবাসতে বাসতে নিঃ'স্ব হয়ে যা'চ্ছি আর আপনি রাগ আর অভিমানে একটু একটু দুরে সরে যা'চ্ছেন..!!


জানেন তো, কোন অপরাধ কখনো একপা'ক্ষি'কভাবে সংঘঠিত হয় না, সেখানে কম বা বেশি অন্য প'ক্ষে'রও দোষ থাকে...!!


কখনো কারো রাগের মুহূ'র্তে আগুনে ঘি ঢালা উচিত নয়, তবে আগুন দা'ঊ দা'ঊ করে জ্ব'লতে শুরু করে এবং চতু'র্দিকে ছড়িয়ে পড়ে। সুতরাং অপরাধী দুজনই যে আ'গুন লাগালো এবং যে আগুনে ঘি ঢাললো..!!


অন্তরে ভালোবাসা থাকলে শত অন্যা'য় অপরাধ অনায়াসে ক্ষ'মা করে দেয়া যায়, আর অ'ন্তরে ভালোবাসা ফুরিয়ে গেলে তখন গাঁয়ে ফুলের টুকাও স'হ্য হয় না..!!


আপনাকে ভালোবেসে বৃদ্ধ হতে চাওয়া মানুষের সংখ্যাটা কম পাবেন, অন্তর থেকে ভালোবাসবে এমন মানুষের সংখ্যাটা নিতা'ন্তই কম..!! এমন মানুষদের কখনো ক'ষ্ট দিয়েন না..!!


অপরাধ ক্ষ'মা করতে শিখুন, দেখবেন সম্পর্ক কোনদিন ন'ষ্ট হবে না..!! ছাড় দিয়ে ছেড়ে দিয়ে প্রিয়-মানুষটিকে আগলে রাখুন.!! কাউকে কখনো অতিরিক্ত ক'ষ্ট দিয়েন না..!!

অকারনে অহেতুক প্রিয়জনকে কাঁদাবেন না..!!

কারন পৃথিবীতে করা অন্যায়ের শাস্তি পৃথিবীতেই ভোগ করতে হবে...!!


লেখক: প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024