মানুষ মানুষের শূন্যতায় এতটা ভেঙে পড়ে।

তা তোমাকে না হারালে কখনোই বোধগম্য হতো না।


তুমি কেমন আছো? কার সঙ্গে মেলামেশা করো! কতটুকু নিজের ভালোটা বুঝো তা নিয়ে ভীষণ টেনশন হয়।

আমি না হয় ভুল মানুষ ছিলাম তাই আমাকে ছেড়ে গেলে। কিন্তু নতুন করে যেন কোন ভুল মানুষ তোমার জীবনে না আসে, তা নিয়ে ভীষণ টেনশন হয়। 


তোমার শূন্যতা আমাকে রোজ মনে করিয়ে দেয় অতীতের দিনগুলো। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। তোমার কি মনে আছে আমার কথা? মনে হয় কি আমার সাথে কাটানো স্মৃতি গুলো? 


মনের মাঝে যে মানুষ'টা থাকে,তাকে ভুলে থাকার চেষ্টা করা বৃথা। তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে শত ভাবে ভুলার চেষ্টা করেছি। কিন্তু পারিনি তোমায় ভুলে যেতে। যতো তোমাকে ভুলে যেতে চেয়েছি ততো তোমার স্মৃতি গুলো গাঢ় হয়েছে। তোমাকে কখনো ভুলা হবে না। এই ভাবেই একদিন তোমার শূন্যতা নিয়ে বিদায় নিতে হবে পৃথিবীর মায়া।


লেখক: প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024