|
Date: 2024-02-23 02:10:02 |
ঢাকার ধামরাইয়ে স্কুলে যাওয়ার সময় ইটভর্তি ট্রাক চাপায় তাহমিনা (১৩)নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১০ টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল-বানেশ্বর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহমিনা (১৩) উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম মেয়ে। তাহমিনা গ্লোরিয়াস স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী ছিলেন।
জানাযায়,জয়পুরা দিক থেকে ইটভর্তি ট্রাকটি বানেশ্বরের দিকে যাচ্ছিলেন। গাওয়াইলের গংসার পল্ট্রি ফার্মের পৌঁছালে স্কুল ছাত্রীকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই স্কুল ছাত্রী মৃত্যু ঘটে। এদিকে ট্রাক চালক মামুন (৩৫) ঘটনাস্থলে ট্রাক রেখে পালিয়ে যায়।
ধামরাই থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে, ট্রাক জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
© Deshchitro 2024