জয়পুরহাটের ক্ষেতলালে সপ্তম শ্রেণী পড়ুয়া কিশোরীকে অপহরণের অভিযোগে তারিকুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থেকে ওই অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তারিকুল ইসলাম উপজেলা শালুকডুবী উত্তর মহেশপুর গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে।


মামলা সূত্রে জানা গেছে, গত বছর ১৯ নভেম্বর সকাল ৯ ঘটিকার সময় বাড়ি থেকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে মাদ্রাসায় যায় ওই কিশোরী। পরীক্ষা শেষে বাড়িতে ফেরার পথে আনুমানিক দুপুর ১টা নাগাদ শালুকডুবী মোড়ের পাকা রাস্তার উপর থেকে ওই ভুক্তভোগী কিশোরীকে সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে ঘটনার দিন রাতেই ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন৷


অভিযোগের প্রেক্ষিতে আরো জানা যায়, প্রেমের জের ধরে বিয়ের প্রলোভনে এই অপহরনের ঘটনাটি সংঘটিত হয়েছে। এ মামলা দায়েরের পর ক্ষেতলাল থানার এস আই নূর আমিনের নেতৃত্বে  তথ্য প্রযুক্তির মাধ্যমে সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায়  অভিযান পরিচালনা করে আসামী তারিকুল ইসলামকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।


ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024