। 

মুন্সি শাহাব্ ‍উদ্দিন, লোহাগাড়া ( চট্টগ্রাম) 
লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ,লোহাগাড়ার গণমানুষের নেতা জিয়াউল হক চৌধূরী ( বাবুল) ইন্তেকাল করেছেন। তিনি মালেশিয়ার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্তায় আাজ বাংলাদেশ সময় ৯.৩০ মিনিটে 
শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। বিষয়টি তার ভাগিনা মহিউদ্দিন ভু্ট্টো এই প্রতিবেদককে মুঠোফোনে নিশ্চিত করেন। পাশের দেশ ভারতে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্তায় গত ১০ ফেব্রুয়ারী উন্নত চিকিৎসার জন্য মালেশিয়া গমন করিলে উল্লেখিত সময়ে 
 ইহলোক ত্যাগ করেন। উল্লেখ্য যে, তিনি জীবণের অধিকাল লোহাগাড়ার মানুষের অধিকার ও নিরাপত্তা দিতে ব্যস্ত ছিলেন। 
 এরই ধারবাহিকতায় মানুষের প্রত্যেক্ষ্ ভোটে প্রথমে ১৯৮৩ সালে লোহাগাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি লোহাগাড়ার মানুষের প্রিয়পাত্র হয়ে ১৯৯৩ সালে চেয়ারম্যান নির্বাচিত হন এবং দীর্ঘকাল তিনি লোহাগাড়া ইউ,পি চেয়ারম্যান হিয়াবে জনপ্রতিনিধিত্ব করেন। দেশে উপজেলা পরিষদ নির্বাচনের তপশীল ঘোষিত হলে তিনি চেয়ারম্যান হিসাবে প্রতিদন্ধিতা করেন এবং জনগনের বিপুল ভোেটে তিনি ‍উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বমোট তিনি ৩৭ বছরের বেশী সময় ধরে লোহাগাড়ার মানুষের সেবাই নিয়োজিত ছিলেন। জনপ্রতিনিধি থাকাকালে তিনি লোহাগাড়ার প্রায় এলাকায় উন্নয়ণ সাধন করেন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন শিক্ষানুরাগী। শিক্ষার অগ্রগতির জন্য তার ভূমিকা প্রশংসনীয়। সবমিলিয়ে লোহাগাড়াবাসী আজ একজন্য উজ্জল নক্ষত্র ও ন্যায় পরায়ণ মানুষকে হারাল। তার মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেশে মালেশিয়ায় রয়েছে, দেশে আনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024