চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী গাড়ির চাপায় এক পথচারী নিহত ও আহত হয়েছে ১ জন। ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ১১ টার দিকে চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়ীয়ার কলঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড শংকুর কুল এলাকার ছলিমার বর বাড়ীর মৃত আহমদ নবীর ছেলে ইয়াকুব নবী (৫৫) ও তার নাতনী সিরাজুল ইসলামের মেয়ে কাইফা (৪) মেয়ের শ্বশুড় বাড়ি পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে নিজ বাড়ি ধোপাছড়িতে ফিরে যাচ্ছিলেন।
রাস্তা পার হওয়া সময় বেপরোয়া দ্রুতগামী শাহ আমিন বাস, গাড়ি নং চট্টগ্রাম জ ১১-০০৬৯ ধাক্কায় ছিটকে পড়ে যায় কাইফা, আহত হয়ে পড়ে থাকেন ইয়াকুব নবী। তাৎক্ষণিক শাহ আমিন বাসের অজ্ঞাতনামা ড্রাইভার বাসটি নিয়ন্ত্রণে করতে পিছনে ব্যাক দিলে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ইয়াকুব নবী।
পথচারী লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুব নবীকে মৃত ঘোষণা করেন এবং কাইফাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
এ ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোঃ এরফান জানান, তাদের একদল পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং গাড়িটি জব্দ করে। চন্দনাইশ থানায় এফআইআর লিপিবদ্ধ করা জন্য তথ্য প্রেরণ করেন। গাড়িটির মালিকানা ও ড্রাইভারকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024