|
Date: 2024-02-23 14:39:35 |
বৃহস্পতিবার (২২-ফ্রেবুয়ারী) ভোর ৬ টায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব সোনার পাড়া এলাকায় সমুদ্রের বালিয়াড়ি থেকে এই বড় আকৃতির কোরাল মাছটি পাওয়া যায়।
এ বিষয়ে ছৈয়দা খাতুন এর সাথে কথা বলতে চাইলে তার পক্ষ থেকে তার স্বামী মো: আমিন প্রতিবেদককে বলেন, আমার স্ত্রীর ডায়াবেটিস আছে সেহেতু সে প্রতিদিনের মতন আজকে ও ভোর বেলায় হাঁটার জন্য বাহির হলে সমুদ্রের বালিয়াড়িতে পড়ে থাকা অবস্থায় ১টি কোরাল মাছ তার চোখে পড়ে। পরে মাছটি নিজ বাড়িতে আনলে গ্রামের উৎসুক জনতা মাছটি দেখার জন্য ভিড় করে।
তবে, বড় আকৃতির এই কোরাল মাছটি পাশের একটি হ্যাচারিতে ১৮ হাজার টাকা মূল্যে বিক্রি করা হয়েছে বলে জানান, মো: আমিন।
তসলিমা আক্তার নামে একজন বলেন, আমার ফুফু এই বড় কোরাল মাছটি পেয়ে অনেক খুশি হয়েছে আর আমরা যারা আত্মীয় স্বজন আছি সত্যি আমরা ও অনেক খুশি হয়েছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ মাহমুদ বলেন, আমার কাছে এটা নরমাল বিষয় বলে মনে হচ্ছে না। হয়তো বা এই মাছটি দলচ্যুত হয়েছে অথবা শারীরিক কোন অসুবিধার কারণে বালিয়াড়িতে আঁটকে গেছে।
তিনি আরও বলেন, সাধারণত জেলেদের জালে এই রকম বড় মাছ ধরা পড়ে। তবে, হাঁটতে গিয়ে এই রকম বড় আকৃতির কোরাল মাছ উখিয়ায় আগে পেয়েছে কি-না জানি না। আমি এই প্রথম শুনলাম।
© Deshchitro 2024