◾ আন্তর্জাতিক ডেস্ক


যুক্তরাজ্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছেছে। ১৯৮০ সালের পর দেশটিতে মূল্যস্ফীতি এই প্রথম ১০ শতাংশে পৌঁছেছে। যা দেশটি ইতিহাসে বিগত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।


যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, এরই মধ্যে দেশটিতে মূল্যস্ফীতি ১০ দশমিক ১ শতাংশ পৌঁছে গেছে। অথচ গত আগস্টে এই হার ছিল ৯ দশমিক ৯ শতাংশ। কেবল তাই নয়, মূল্যস্ফীতির পাশাপাশি ডলারের বিপরীতে দেশটির মুদ্রা পাউন্ডের মান কমে গেছে। এখন পর্যন্ত ০ দশমিক ২ শতাংশ কমেছে। ডলার বিপরীতে পাউন্ডের দাম কমেছে ১ দশমিক ১৩ ডলার। 


অর্থনীতিবিদরা মনে করেন, ইংল্যান্ডে চলমান মূল্যস্ফীতি আগামী মাসে সবচেয়ে বেশি হবে এবং ২০২৩ সালের শুরু থেকে তা কমতে থাকবে। এর পেছনে কারণ হিসেবে তাঁর বলছেন, আগামী বছর দেশজুড়ে পণ্যের সরবরাহ চেইনে যত বাধা আছে তার সবগুলোই সরে যাবে এবং ভোক্তাদের চাহিদাও বাড়বে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024