কিশোর গ্যাং, মাদকসেবী সহ সমাজ অবক্ষয়ের এক শ্রেণীর মানুষ এরা আমার আপনার ছেলে, ভাই, বন্ধু। এদের কে সমাজের অবক্ষয় থেকে ফেরাতে হল ভালোবাসা দিয়ে ফেরানো সম্ভব। আগে আমার উচিত হবে, কিশোর গ্যাং সহ তাদের অবক্ষয়ের কারণ জানা। তারপর আমার আপনার সহযোগিতা, সহমর্মিতা ও ভালোবাসাই বদলে দিতে পারে তাদের সামাজিক চলাফেরা ও তাদের জীবনের বৈচিত্র্য। গতকাল মলংমুড়ি গ্রামে গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মমিনপুর গ্রামের কৃতি সন্তান কাজী মাইন উদ্দিন হোসেন টিটু। আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের নেতা, সমাজসেবক ও ব্যবসায়ী কাজী মাইন উদ্দিন হোসেন টিটু। 


গতকাল সন্ধ্যায় উপজেলা মোহাম্মদ পুর গ্রামের মলংমুড়ি দলীয় নেতা-কর্মীদের মাঝে গণসংযোগ করেন। গ্রামে গঞ্জে বিরামহীন ছুটে চলেছেন পথে প্রান্তরে। ছুটে চলেছেন  ভোটারদের কাছে, শুনছেন তাদের সুখ দুঃখের কথা। 


কাজী টিটু বলেন, আমি আপনাদের ভালোবাসা পেতে চাই। আপনাদের ভালোবাসায় যদি আমি চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারি, আপনারাই আমার অভিভাবক। আমি আপনাদেরকে নিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা পালন করবো।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024