|
Date: 2024-02-24 04:31:11 |
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তুলাচারা মানব কল্যাণ ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শ্রেণির বিভিন্ন ইভেন্টে মাধ্যমে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা গোপালপুর ইউনিয়নে তুলাচারা মানব কল্যাণ ক্লাবে ২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমাজসেবক, ব্যবসায়ী ও সংগঠনের সভাপতি জানে আলম সবুজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্রাট গ্রুপের চেয়ারম্যান ও সংগঠনের পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা এম এ খান বেলাল।
আরও বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মোশাররফ হোসেন মিন্টু, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবদুল মালেক, মার্কেন্টাইল ব্যাংকের গোপালপুর উপ-শাখার প্রধান নির্মল চন্দ্র মজুমদার, বৃহত্তর নোয়াখালী সমিতির (ঢাকা) সহসভাপতি আবু হানিফ ও ইঞ্জিনিয়ার নুর নবী প্রমূখ।
অতিথিদের মহান একুশে তাৎপর্য তুলে ধরে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের মাগফিরাত কামনা করেন। এবং বিভিন্ন শ্রেণির বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের হাতে শিক্ষা উপকরণ বই তুলে দেন। দীর্ঘ অনেক বছর ধরে আলোচীত স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবতার সেবায় অত্যান্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে।
© Deshchitro 2024